বঙ্গবন্ধু - ১ স্যাটেলাইট উৎক্ষেপন সরাসরি দেখুন (🔴 Live)

বঙ্গবন্ধু - ১ স্যাটেলাইট উৎক্ষেপন সরাসরি দেখুন (🔴 Live)

বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ সফলভাবে মহাকাশে উৎক্ষেপন সম্পন্ন হয়েছে । নাসার স্পেসএক্স (SPEACEX) স্টেশন থেকে প্রকাশিত ইউটিউব থেকে বিপিয়া টিউটোরের ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রসারণ ভিডিওচিত্র । এটি আমাদের দেশের স্বপ্নের দ্বার খুলে দিয়েছে । আশা করি আমরা প্রযুক্তি খাতে খুবি ভালো একটি সুফল পাবো । বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে থাকছে বিস্তারিত একটি লেখা । তবে আগামী পর্বের লেখায় এ বিষয়ে বিস্তারিত বিষয়াদি নিয়ে থাকবে একটি স্পেশাল টিউন । অবশ্যই দেখার আমন্ত্রণ রইল অগ্রিম ।

Bangabandhu-1 Satellite Launching from NASA (Live)
বঙ্গবন্ধু - ১ স্যাটেলাইট আজ রাত ২টা ৪৭ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌছেছে । এরি মধ্যে পৃথিবীর ৫৮ তম দেশ হিসেবে পৃথিবীর বুকে এলিট মেম্বারশীপ দেশ (Elite Membership Country) হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেলো । ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা স্লটে আমাদের কৃত্রিম উপগ্রহ স্থান নিয়েছে । গত কালকের অনিশ্চয় যান্ত্রিক গুলযোগের কারণে বঙ্গবন্ধু - ১ স্যাটেলাইট উৎক্ষেপন ব্যর্থ হলেও ১৬ কোটি মানুষের প্রেম ভালোবাসার আকুল নিবেদন শত আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটি নিরসিত হয়ে আজ রাতে পাড়ি জমাতে সক্ষম হল । বাংলাদেশের প্রযুক্তি খাতে এখন যুক্ত হবে আন্তর্জাতিক মান সম্পন্ন সকল কার্য ব্যবস্থা । আশা রাখি আমাদের এই সোনার দেশে নিভে যাওয়া নিস্প্রভ আভাগুলো আবার আলোকিত করে তোলবে পুরো দুনিয়াময় ।


Long Live Bangladesh.
#Live #Bangabandhu #Satellite-1 #Bangladesh #বঙ্গবন্ধু_১ #স্যাটেলাইট

Posted by BpY Tutor on Friday, May 11, 2018