আজ ৫ই অক্টোবর ২০২১, বাজে সাড়ে বারোটা । এখন পর্যন্ত ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধ রয়েছে। মূল কথা হল, ফেইসবুক বন্ধ রয়েছে। যেহেতু এক ফেইসবুকের ছায়াতলে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম রয়েছে। শুধু বাংলাদেশে না। বরং সাড়া বিশ্বব্যাপী । ফেইসবুক জনপ্রিয় হবার পর থেকে হয়তো এত দীর্ঘ সময় সার্ভার ডাউন ছিলো না। আজকের এই বিষয়টা নিয়ে প্রশ্নে প্রশ্নে কিছু তথ্য জেনে নিই।
কখন থেকে ফেইসবুক বন্ধ হয়েছে?
মার্কারি নিউজের তথ্যমতে ফেইসবুক ৪ই অক্টোবর রাত ৮ঃ৪৫ থেকে সার্ভার ডাউন হয়ে গেছে।
ফেইসবুকে কি সাইবার এটাক হয়েছে?
না। ফেইসবুকে সাইবার আক্রমণ হয়নি । ফেইসবুক ডোমেইন নেম সিস্টেমের সাথে সম্পর্ক স্থাপন করতে অক্ষম হচ্ছে ।
ফেইসবুক কেন বন্ধ আছে?
এটার উত্তর এখনো পরিষ্কার না। তবে আপাদত এটা পরিষ্কার যে, ফেইসবুকের ডিএনএস সার্ভার সমস্যার কারণে মোবাইল এপ কিংবা ডেক্সটপে ফেইসবুক চালানো যাচ্ছে না।
হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কেন বন্ধ?
যেহেতু ফেইসবুক বন্ধ তাই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও বন্ধ থাকবে তাই স্বাভাবিক। কারণ, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম পরিচালনা করছে ফেইসবুক স্বয়ং।
ফেইসবুক কাজ করছে না এ ব্যাপারে ফেইসবুক কি বলছে?
ফেইসবুক তাদের টুইটারে বলেছেন "কিছু মানুষ আমাদের অ্যাপ এবং প্রোডাক্ট ব্যবহার করতে পারছেন না এ বিষয়ে আমরা অবগত রয়েছি। আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। মানুষের অসুবিধার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি।"
ভিপিএন দিয়ে ফেইসবুক চালানো যাবে?
না। এই মুহূর্তে ভিপিএন দিয়ে ফেইসবুক চালানো যাবে না। সারা বিশ্ব ব্যাপী কেউ ফেইসবুক বন্ধ রয়েছে।
ফেইসবুক কতক্ষণ বন্ধ ছিলো ৫ই অক্টোবর?
রাত ৮ঃ৪৫ থেকে প্রায় ৮ ঘন্টা বন্ধ ছিল। তবে এটা সু-নিশ্চিত উত্তর না।
ফেইসবুক বন্ধ এতে ফেইসবুকের কি কি ক্ষতি হবে?
ফেইসবুক বন্ধ হওয়ার কারণে ফেইসবুকের শেয়ার মার্কেট অনেক খানি ধ্বস নামবে। ৫.৫% শেয়ার ক্ষতিগ্রস্থ হবে ফেইসবুক। এতে করে এই বছরের ফেইসবুকের শেয়ার অনেক খানি কমে গেলো ।
(লেখাটি আপডেট হবে...)
তথ্যসূত্রঃ
https://www.mercurynews.com/2021/10/04/facebook-instagram-whatsapp-down-for-users-across-the-world/
https://twitter.com/Facebook/status/1445061804636479493?s=20
https://www.dhakatribune.com/world/north-america/2021/10/04/whistleblower-says-facebook-put-profit-before-reining-in-hate-speech
https://www.thedailystar.net/tech-startup/science-gadgets-and-tech/tech-news/news/facebook-put-profit-over-clamping-down-hate-speech-says-whistleblower-2190371
https://bdnews24.com/technology/2021/10/04/facebook-says-some-people-are-having-trouble-accessing-its-apps-and-products
https://downdetector.com/status/facebook/
https://www.theverge.com/2021/10/4/22708989/instagram-facebook-outage-messenger-whatsapp-error
https://www.tbsnews.net/tech/facebook-messenger-instagram-and-whatsapp-are-down-many-users-311500
https://www.nytimes.com/2021/10/03/technology/whistle-blower-facebook-frances-haugen.html
https://techcrunch.com/2021/10/04/facebook-messenger-instagram-whatsapp-are-all-down/
https://twitter.com/gangizilapak/status/1445101683873394689