তথ্য সমগ্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তথ্য সমগ্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ফেইসবুক হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কাজ করছে না কেন?

ফেইসবুক হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কাজ করছে না কেন?
আজ ৫ই অক্টোবর ২০২১, বাজে সাড়ে বারোটা । এখন পর্যন্ত ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধ রয়েছে। মূল কথা হল, ফেইসবুক বন্ধ রয়েছে। যেহেতু এক ফেইসবুকের ছায়াতলে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম রয়েছে। শুধু বাংলাদেশে না। বরং সাড়া বিশ্বব্যাপী । ফেইসবুক জনপ্রিয় হবার পর থেকে হয়তো এত দীর্ঘ সময় সার্ভার ডাউন ছিলো না। আজকের এই বিষয়টা নিয়ে প্রশ্নে প্রশ্নে কিছু তথ্য জেনে নিই।


কখন থেকে ফেইসবুক বন্ধ হয়েছে?
মার্কারি নিউজের তথ্যমতে ফেইসবুক ৪ই অক্টোবর রাত ৮ঃ৪৫ থেকে সার্ভার ডাউন হয়ে গেছে।

ফেইসবুকে কি সাইবার এটাক হয়েছে?
না। ফেইসবুকে সাইবার আক্রমণ হয়নি । ফেইসবুক ডোমেইন নেম সিস্টেমের সাথে সম্পর্ক স্থাপন করতে অক্ষম হচ্ছে ।

ফেইসবুক কেন বন্ধ আছে?
এটার উত্তর এখনো পরিষ্কার না। তবে আপাদত এটা পরিষ্কার যে, ফেইসবুকের ডিএনএস সার্ভার সমস্যার কারণে মোবাইল এপ কিংবা ডেক্সটপে ফেইসবুক চালানো যাচ্ছে না। 

হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কেন বন্ধ?
যেহেতু ফেইসবুক বন্ধ তাই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও বন্ধ থাকবে তাই স্বাভাবিক। কারণ, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম পরিচালনা করছে ফেইসবুক স্বয়ং।

ফেইসবুক কাজ করছে না এ ব্যাপারে ফেইসবুক কি বলছে?
ফেইসবুক তাদের টুইটারে বলেছেন "কিছু মানুষ আমাদের অ্যাপ এবং প্রোডাক্ট ব্যবহার করতে পারছেন না এ বিষয়ে আমরা অবগত রয়েছি। আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। মানুষের অসুবিধার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি।" 

ভিপিএন দিয়ে ফেইসবুক চালানো যাবে?
না। এই মুহূর্তে ভিপিএন দিয়ে ফেইসবুক চালানো যাবে না। সারা বিশ্ব ব্যাপী কেউ ফেইসবুক বন্ধ রয়েছে।

ফেইসবুক কতক্ষণ বন্ধ ছিলো ৫ই অক্টোবর?
রাত ৮ঃ৪৫ থেকে প্রায় ৮ ঘন্টা বন্ধ ছিল। তবে এটা সু-নিশ্চিত উত্তর না। 

ফেইসবুক বন্ধ এতে ফেইসবুকের কি কি ক্ষতি হবে?
ফেইসবুক বন্ধ হওয়ার কারণে ফেইসবুকের শেয়ার মার্কেট অনেক খানি ধ্বস নামবে। ৫.৫% শেয়ার ক্ষতিগ্রস্থ হবে ফেইসবুক। এতে করে এই বছরের ফেইসবুকের শেয়ার অনেক খানি কমে গেলো । 

(লেখাটি আপডেট হবে...)


তথ্যসূত্রঃ
https://www.mercurynews.com/2021/10/04/facebook-instagram-whatsapp-down-for-users-across-the-world/
https://twitter.com/Facebook/status/1445061804636479493?s=20
https://www.dhakatribune.com/world/north-america/2021/10/04/whistleblower-says-facebook-put-profit-before-reining-in-hate-speech
https://www.thedailystar.net/tech-startup/science-gadgets-and-tech/tech-news/news/facebook-put-profit-over-clamping-down-hate-speech-says-whistleblower-2190371
https://bdnews24.com/technology/2021/10/04/facebook-says-some-people-are-having-trouble-accessing-its-apps-and-products
https://downdetector.com/status/facebook/
https://www.theverge.com/2021/10/4/22708989/instagram-facebook-outage-messenger-whatsapp-error
https://www.tbsnews.net/tech/facebook-messenger-instagram-and-whatsapp-are-down-many-users-311500
https://www.nytimes.com/2021/10/03/technology/whistle-blower-facebook-frances-haugen.html
https://techcrunch.com/2021/10/04/facebook-messenger-instagram-whatsapp-are-all-down/
https://twitter.com/gangizilapak/status/1445101683873394689

বাংলা ভাষায় যত সব প্রশ্ন-উত্তর সাইট প্লাটফর্ম সম্পর্কে বিস্তারিত

বাংলা ভাষায় যত সব প্রশ্ন-উত্তর সাইট প্লাটফর্ম সম্পর্কে বিস্তারিত

বাংলা ভাষার সাইট তেমন একটা মার্কেট পাওয়া যায় না। একেবারে প্রয়োজনীয় সাইট (পত্রিকা, চাকরির খবর, কেনাকাটা) ছাড়া তেমন একটা জনপ্রিয় হয়ও না । তবে ২০১৯ সালের ১৬ই জানুয়ারি প্রথম বাংলা ভাষায় কোরা আসার পর থেকে প্রশ্ন-উত্তর সাইট প্লাটফর্ম সম্পর্কে মানুষের বেশ একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে। তবে প্রশ্ন-উত্তর প্লাটফর্মের শুরুটা বাংলায় অনেক আগ থেকেই শুরু হয়েছিলো। ২০১২তে হ্যাল্পফুলহাব সাইটের মাধ্যমে বাংলা ভাষাভাষী মানুষ প্রশ্ন-উত্তর প্লাটফর্ম সম্পর্কে সম্যক ধারণা পায় এবং একটু আকটু এই যাত্রা শুরু হয়। ধীরে ধীরে আরো নতুন নতুন সাইট আসতে শুরু করে। তার মধ্যে বিষ্ময় সবচাইতে জনপ্রিয়। তাহলে শুরু করি, বাংলা ভাষায় যত সব প্রশ্ন-উত্তর প্লাটফর্ম ওয়েবসাইটের খোঁজ-খবর নিয়ে।
↺ | ইন্টারনেট কি (What is Internet) ?


কোরা বাংলা

কোরা ব্লগিং সাইট না। প্রত্যেক সাইটেরি নূন্যতম একটা বেস থাকে। কোরা Q&A Platform (Question & Answer Platform) । ফেইসবুককে যেমন আমরা চিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হিসেবে। কোরা বাংলার বর্তমান প্রশাসক মৃণাল । তবে কোরার এই পদবী থেকে তিনি চলে যাচ্ছেন এমনটাই কোরা সমগ্রতে লিখেছেন।  গত ৯০ দিনের হিসাবে ভারতে এই সাইটের এলেক্সা রেংক ৯৮ এবং বিশ্বে ৩৮১ তম অবস্থানে আছে। বাংলাদেশ এতে কিছুটা পিছিয়ে আছে।

বিষ্ময়

বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় প্রশ্ন-উত্তর প্লাটফর্ম বিষ্ময়। বেশ গতিশীল সাইট। প্রশ্ন উত্তর মডারেট করে প্রকাশ করা হয়। গত ৯০ দিনের হিসাবে বাংলাদেশে এই সাইটের এলেক্সা রেংক ৪৩২ এবং বিশ্বে ১০৪৪৮৯ তম অবস্থানে আছে।

ই-নলেজ

২০১৯ সালে প্রথম এই সাইটি রিলিজ করা হয়। এই সাইটের প্রধান মোঃআশরাফ উদ্দিন খান নবম শ্রেণিতে অধ্যয়ণরত থাকা কালীন সময়ে এই সাইটটি রিলিজ করেন। গত ৯০ দিনের হিসাবে বাংলাদেশে এই সাইটের এলেক্সা রেংক ৪৭১০ এবং বিশ্বে ৪৮৬৩২৭ তম অবস্থানে আছে।

হেল্পফুলহাব

বাংলা ভাষায় সর্বপ্রথম প্রশ্ন-উত্তর প্লাটফর্ম হেল্পফুলহাব । ২০১২ সালে এই সাইটটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়। গত ৯০ দিনের হিসাবে বাংলাদেশে এই সাইটের এলেক্সা রেংক ১১৪৮৪ এবং বিশ্বে ৭৪৫৮০৫ তম অবস্থানে আছে।

আন্সবাংলা

বেশ জনপ্রিয় সাইট। গত ৯০ দিনের হিসাবে বাংলাদেশে এই সাইটের এলেক্সা রেংক ১২০০০ এবং বিশ্বে ৮০৪৯২৯ তম অবস্থানে আছে।

আস্কপ্রশ্ন

মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যেকে লক্ষ্য করেই ২০১৭ সালে আস্ক প্রশ্ন প্রতিষ্ঠা করেন মোঃ মিজান (ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত একজন শিক্ষার্থী) এই সাইটটি পরিচালনা করেন । গত ৯০ দিনের হিসাবে বাংলাদেশে এই সাইটের এলেক্সা রেংক ১৫১৪১ এবং বিশ্বে ১০৬৯৬০২ তম অবস্থানে আছে।

ব্যস্ত

আরেকটি জনপ্রিয় সাইট। বিডিজবস এর উদ্ভাবক ও প্রধান ফাহিম মাসরোর এই সাইটটি পরিচালনা করছেন। উনার কাজ সব সময়ই প্রশংসনীয় হয়। তবে ইদানিং সাইটের অবস্থা দেখে মনে হয়, ব্যস্ত সাইটটি বেশ চর্চাহীন হয়ে যাচ্ছে। গত ৯০ দিনের হিসাবে বাংলাদেশে এই সাইটের এলেক্সা রেংক ১৫১৯৬ এবং বিশ্বে ১৪৭৭৬৮৭ তম অবস্থানে আছে।

নির্বিক

গত ৯০ দিনের হিসাবে বাংলাদেশে এই সাইটের এলেক্সা রেংক ২৬৫০০ এবং বিশ্বে ১৯৬৪৬৯৩ তম অবস্থানে আছে।

আন্সলিট

আন্সবাংলা আর আন্সলিট দুটুই একি মালিকানাধীন মনে হচ্ছে। এটা সবে নতুন ও তেমন একটা জনপ্রিয় হয়ে উঠতে পারে নি আন্সবাংলার মত।

আন্সবিডি

সাইট এলেক্সা রেংকঃ ৩৩৫৯৯৪৩

প্রশ্নকরি

সাইট এলেক্সা রেংকঃ ১২৩৬৭২৪

এছাড়াও আরো বেশ কয়েকটি এরকম সাইট আছে। কয়েকটাটে আপডেট নেই। কয়েকটা বন্ধ হয়েগেছে। তাই সেগুলো আর যোগ করলাম না।

তথ্যসূত্রঃ

১। গুগল

২। প্রথম আলো

৩। এলেক্সা রেঙ্ক