একো (Echo) : রেকর্ড করা গান বা অডিওকে সুন্দর করুন (ভিডিওসহ)

একো (Echo) : রেকর্ড করা গান বা অডিওকে সুন্দর করুন (ভিডিওসহ)
আমরা কমবেশি সবাই গান করি । গান মানুষের মনের খুড়াক । গান শুনেনা এমন মানুষ পাওয়া দুরূহ । আর সবারই কম বেশি গান করার একটা ইচ্ছা আছে । আবার কেউ কেউ মোবাইল ফোনেও রেকর্ড করেন । আজকে দেখেবো কিভাবে আপনার রেকর্ড করা গান বা ভয়েসকে Echo একো ব্যবহার করে সুন্দর করবেন । ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবেন ।

ভিডিওতে আমি দুটি সফটওয়্যারে একো (Echo) কিভাবে এপ্লাই করতে হয় তা দেখিয়েছি ।

  • ওয়েভপ্যাড (WavePad)
  • ওডাসিটি (Audacity)
ফ্রি জনপ্রিয় দুটি প্রোগ্রাম দিয়ে সহজ প্রক্রিয়ায় আমি উপস্থাপন করেছি । আপনি কোন সফটওয়ারে ভালো ফিডব্যাক পাবেন সে সফটয়্যার দিয়েই এডিট করবেন । 

↺ | শব্দ কি ভাবে তৈরী হয় !

ফটোশপ বেসিকঃ Marquee Tool Introduction (বেসিক থেকে এডভান্স)

ফটোশপ বেসিকঃ Marquee Tool Introduction (বেসিক থেকে এডভান্স)

ফটোশপের বেসিক পর্বে আজকে থাকছে "Marquee Selection Tool". এই পর্বে আমি এই টোলের বেসিক থেকে শুরু করে এডভান্স পর্যন্ত ব্যাখ্যা করেছি । এই এক টিউটোরিয়াল দিয়ে আপনি ফটোশপের মার্কিউ টোলের সকল কাজ করতে পারবেন । এপ্লাই করতে পারবেন আপনার গ্রাফিক্স ফ্রিলেন্স ক্যারিয়ারে । খুবি চমৎকার ভাবে উপস্থাপনের চেষ্টা করেছি । আপনি যদি এই টোলের কাজ করেও থাকেন তবেও আমি অনুরুধ করবো ৩০ মিনিটের এই ভিডিও দেখার জন্য । অনেক বিস্তারিত আলোচনা করেছি । বাংলায় গুছিয়ে সাজিয়ে আপনার জন্য তৈরী করেছি । ভিডিওটি নিচে দিয়েদিলাম । অথবা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন ।

↺ | ফটোশপ টিউটোরিয়াল টুল পরিচিতি (বাংলা টিউটোরিয়াল) পর্ব-১ মুভ টুল (Basic Photoshop Tutorial-Move Tool)

এই টিউটোরিয়ালে আমি যা যা বর্ণনা করেছি,

  • Rectangular Marquee Tool এর কাজ
  • কিভাবে একটি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করবেন
  • সিলেকশন এরিয়াকে কিভাবে বর্ধিত করবেন
  • Selection থেকে কিভাবে কিছু এরিয়া Deselect করবেন
  • দুটি সিলেকশনকে কিভাবে কমন এরিয়া সিলেক্ট করবেন
  • কিভাবে একটি Selection Move  করবেন
  • Marquee Tool এ কিভাবে Feather কাজ করে 
  • Selection থেকে নতুন একটি লেয়ার বানানো
  • Deselect করার পদ্ধতি
  • নতুন Layer এ কিভাবে Marquee Tool দিয়ে কাজ করা হয়
  • Marquee Tool দিয়ে বাংলাদেশের পতাকা বানানো
  • আর অনেক কিছু