ফটোশপ বেসিকঃ Marquee Tool Introduction (বেসিক থেকে এডভান্স)


ফটোশপের বেসিক পর্বে আজকে থাকছে "Marquee Selection Tool". এই পর্বে আমি এই টোলের বেসিক থেকে শুরু করে এডভান্স পর্যন্ত ব্যাখ্যা করেছি । এই এক টিউটোরিয়াল দিয়ে আপনি ফটোশপের মার্কিউ টোলের সকল কাজ করতে পারবেন । এপ্লাই করতে পারবেন আপনার গ্রাফিক্স ফ্রিলেন্স ক্যারিয়ারে । খুবি চমৎকার ভাবে উপস্থাপনের চেষ্টা করেছি । আপনি যদি এই টোলের কাজ করেও থাকেন তবেও আমি অনুরুধ করবো ৩০ মিনিটের এই ভিডিও দেখার জন্য । অনেক বিস্তারিত আলোচনা করেছি । বাংলায় গুছিয়ে সাজিয়ে আপনার জন্য তৈরী করেছি । ভিডিওটি নিচে দিয়েদিলাম । অথবা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন ।

↺ | ফটোশপ টিউটোরিয়াল টুল পরিচিতি (বাংলা টিউটোরিয়াল) পর্ব-১ মুভ টুল (Basic Photoshop Tutorial-Move Tool)

এই টিউটোরিয়ালে আমি যা যা বর্ণনা করেছি,

  • Rectangular Marquee Tool এর কাজ
  • কিভাবে একটি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করবেন
  • সিলেকশন এরিয়াকে কিভাবে বর্ধিত করবেন
  • Selection থেকে কিভাবে কিছু এরিয়া Deselect করবেন
  • দুটি সিলেকশনকে কিভাবে কমন এরিয়া সিলেক্ট করবেন
  • কিভাবে একটি Selection Move  করবেন
  • Marquee Tool এ কিভাবে Feather কাজ করে 
  • Selection থেকে নতুন একটি লেয়ার বানানো
  • Deselect করার পদ্ধতি
  • নতুন Layer এ কিভাবে Marquee Tool দিয়ে কাজ করা হয়
  • Marquee Tool দিয়ে বাংলাদেশের পতাকা বানানো
  • আর অনেক কিছু


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট