ফটোশপ রেন্ডম টিউটোরিয়াল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফটোশপ রেন্ডম টিউটোরিয়াল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ফ্রীতে ফটোশপ ২০২৩ ডাউনলোড করুন (Photoshop CC 2023 Download Free)

ফ্রীতে ফটোশপ ২০২৩ ডাউনলোড করুন (Photoshop CC 2023 Download Free)

বর্তমান বিশ্বে যতসব ইমেজ এডিটর আছে তারমধ্যে সর্বজন গৃহীত ইমেজ এডিটর হল ফটোশপ । ১৯শে ফেব্রুয়ারি ১৯৯০ সালে প্রাথমিকভাবে এডোবি সিস্টেম ইনকোর্পোরেটেড এই ফটোশপ চালু করে । তবে এই প্রোগ্রামটি ১৯৮৭ সালে থমাস এবং জন নল নামে দুই ভাই মিলে তৈরী করে । পরে এডোবির কাদের কাছ থেকে প্রোগ্রামটি কিনে নেয় । এই ফটোশপের প্রাথমিক নাম ছিল ImagePro কিন্তু পরে দেখা গেলো এই নামটা আগেই কোন একটি কোম্পানি নিয়ে রেখেছে তাই পরে তারা এর নামকরণ করে ফটোশপ । ১৯৮৮ সালে এডোবি কোম্পানি ফটোশপের লাইসেন্স কিনে নেয় । প্রথম ফটোশপ ভার্সন ছিলো ফটোশপ ১.০ যা প্রকাশিত হয় ১৯৯০ সালের ১৯শে ফেব্রুয়ারি ।


এডোবির ৩১ বছরের সফলতায় আজকে আমি দেখাবো ফটোশপের লেটেস্ট ভার্সন এডোবি ফটোশপ সিসি ২১ ডাউনলোড প্রক্রিয়া । বেশি কিছু বলব না । আপনি যদি ট্রায়াল করে দেখতে চান তবে এডোবির অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন । সেখান থেকে কিনে ব্যবহার করতে পারবেন । প্রতি মাসে ২০.৯৯$ দিয়ে আপনাকে সেটা কিনে ব্যবহার করতে হবে । তবে বাঙালীরা স্বাচ্ছন্দ্য প্রীয় । কি আর বলবো আমি নিজেই অনলাইন থেকে ক্র্যাক ফাইল ব্যবহার করে ফটোশপের সম্পূর্ণ ভার্সন ব্যবহার করি । আমাদের ফটোশপ টিউটোরিয়াল পর্বে আপনাকে এই সফটওয়্যারটি ব্যবহারের প্রয়োজন পড়বে । তাই আপনি নিচের স্পেসিফিকেশন দেখে ডাউনলোড করে নিন। কিংবা আপনি অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারেন । আমি সহজে ডাউনলোড করার জন্য নিচে দুটি লিংক দিলাম । আপনি চাইলেই আপনার জন্য ফটোশপটি নামিয়ে নিতে পারেন ।

↺ | ফটোশপ বেসিক ইন্টারফেস (Photoshop Basic Interface) পরিচিত

নিচের লিংক থেকে সম্পূর্ণ ফাইলটি বিনামূল্যে ডাউনলোড করে নিন । এডোবি ফটোশপ ডাউনলোড করার জন্য আপনার পিসি/লেপটপে নিম্নের কনফিগারেশন মজুদ থাকতে হবে । আমি শুধু উন্ডোজের জন্য কনফিগারেশন দিলাম । আশা করি ম্যাক ব্যবহারকারীরা অনলাইন থেকে সফটওয়ারটির ক্র্যাক ফাইল ডাউনলোড করে নিতে পারবেন ।
স্পেশিফিকেশন  সর্বনিম্ন রিকুয়ারমেন্ট রিকমান্ডেড
ফ্রী হার্ড ডিস্ক  ৪ জিবি (৩২ বিট) ১০ জিবি (৬৪ বিট)
রেম  ৪ জিবি ৮ জিবি
উন্ডোজ  ৭  ততোর্ধ্ব
স্ক্রিন  ১০২৪ x ৭৬৪  ১২৮০ x ৮০০

বিঃদ্রঃ ক্র্যাক (Crack) জনিত পাইরেসি (Piracy) বিপিয়া টিউটোর বহণ করে না । শুধুমাত্র ব্যবহারকারীর সহজ ব্যবহার ও প্রশিক্ষণের স্বার্থে আমরা প্রকাশ করছি ।

ফটোশপ সিসি ২০২০ ডাউনলোড করুন [Photoshop CC 2020 (Full Version)]

ফটোশপ সিসি ২০২০ ডাউনলোড করুন [Photoshop CC 2020 (Full Version)]
বর্তমান বিশ্বে যতসব ইমেজ এডিটর আছে তারমধ্যে সর্বজন গৃহীত ইমেজ এডিটর হল ফটোশপ । ১৯শে ফেব্রুয়ারি ১৯৯০ সালে প্রাথমিকভাবে এডোবি সিস্টেম ইনকোর্পোরেটেড এই ফটোশপ চালু করে । তবে এই প্রোগ্রামটি ১৯৮৭ সালে থমাস এবং জন নল নামে দুই ভাই মিলে তৈরী করে । পরে এডোবির কাদের কাছ থেকে প্রোগ্রামটি কিনে নেয় । এই ফটোশপের প্রাথমিক নাম ছিল ImagePro কিন্তু পরে দেখা গেলো এই নামটা আগেই কোন একটি কোম্পানি নিয়ে রেখেছে তাই পরে তারা এর নামকরণ করে ফটোশপ । ১৯৮৮ সালে এডোবি কোম্পানি ফটোশপের লাইসেন্স কিনে নেয় । প্রথম ফটোশপ ভার্সন ছিলো ফটোশপ ১.০ যা প্রকাশিত হয় ১৯৯০ সালের ১৯শে ফেব্রুয়ারি ।
এডোবির ২৯ বছরের সফলতায় আজকে আমি দেখাবো ফটোশপের লেটেস্ট ভার্সন এডোবি ফটোশপ সিসি ১৯ ডাউনলোড প্রক্রিয়া । বেশি কিছু বলব না । আপনি যদি ট্রায়াল করে দেখতে চান তবে এডোবির অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন । সেখান থেকে কিনে ব্যবহার করতে পারবেন । প্রতি মাসে ২০.৯৯$ দিয়ে আপনাকে সেটা কিনে ব্যবহার করতে হবে । তবে বাঙালীরা স্বাচ্ছন্দ্য প্রীয় । কি আর বলবো আমি নিজেই অনলাইন থেকে ক্র্যাক ফাইল ব্যবহার করে ফটোশপের সম্পূর্ণ ভার্সন ব্যবহার করি । আমাদের ফটোশপ টিউটোরিয়াল পর্বে আপনাকে এই সফটওয়্যারটি ব্যবহারের প্রয়োজন পড়বে । তাই আপনি নিচের স্পেসিফিকেশন দেখে ডাউনলোড করে নিন। কিংবা আপনি অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারেন । আমি সহজে ডাউনলোড করার জন্য নিচে দুটি লিংক দিলাম । আপনি চাইলেই আপনার জন্য ফটোশপটি নামিয়ে নিতে পারেন । নিচের লিংক থেকে সম্পূর্ণ ফাইলটি বিনামূল্যে ডাউনলোড করে নিন । এডোবি ফটোশপ ডাউনলোড করার জন্য আপনার পিসি/লেপটপে নিম্নের কনফিগারেশন মজুদ থাকতে হবে । আমি শুধু উন্ডোজের জন্য কনফিগারেশন দিলাম । আশা করি ম্যাক ব্যবহারকারীরা অনলাইন থেকে সফটওয়ারটির ক্র্যাক ফাইল ডাউনলোড করে নিতে পারবেন ।
আমি সহজে ডাউনলোড করার জন্য নিচে দুটি লিংক দিলাম । আপনি চাইলেই আপনার জন্য ফটোশপটি নামিয়ে নিতে পারেন ।
নিচের লিংক থেকে সম্পূর্ণ ফাইলটি বিনামূল্যে ডাউনলোড করে নিন । এডোবি ফটোশপ ডাউনলোড করার জন্য আপনার পিসি/লেপটপে নিম্নের কনফিগারেশন মজুদ থাকতে হবে । আমি শুধু উন্ডোজের জন্য কনফিগারেশন দিলাম । আশা করি ম্যাক ব্যবহারকারীরা অনলাইন থেকে সফটওয়ারটির ক্র্যাক ফাইল ডাউনলোড করে নিতে পারবেন ।
স্পেশিফিকেশন  সর্বনিম্ন রিকুয়ারমেন্ট রিকমান্ডেড
ফ্রী হার্ড ডিস্ক  ২.৬ জিবি (৩২ বিট) ৩.১ জিবি (৬৪ বিট)
রেম  ২ জিবি ৮ জিবি
উন্ডোজ  ৭  ততোর্ধ্ব
স্ক্রিন  ১০২৪ x ৭৬৪  ১২৮০ x ৮০০
বিঃদ্রঃ ক্র্যাক (Crack) জনিত পাইরেসি (Piracy) বিপিয়া টিউটোর বহণ করে না । শুধুমাত্র ব্যবহারকারীর সহজ ব্যবহার ও প্রশিক্ষণের স্বার্থে আমরা প্রকাশ করছি ।

Lasso Tool ল্যাসো টুল পরিচিতি বাংলা টিউটোরিয়াল

Lasso Tool ল্যাসো টুল পরিচিতি বাংলা টিউটোরিয়াল
ফটোশপের আজকের চাপ্টার Lasso টুল (Lasso Tool) । বেসিক পর্বটি যদি আপনার ক্লেয়ার না থাকে তবে নিশ্চিত থাকুন ভবিষ্যতে যখন প্রোফেশনাল কাজ করতে যাবেন আপনি কোল পাবেন না ।

তাই আমাদের সাথেই নতুন নতুন আপডেট টিউটোরিয়ালে নতুন কিছু শিখুন ।  ভিডিওতে থাকছে
# Lasso টুলের পরিচিতি ,
# কি ভালবে Lasso টুলের মাধ্যমে কাজ করা যায়,
# ইমেজারি কাজে ব্যবহারের সহজ টেকনিক ও বিস্তৃত আলোচনা ।

↺ | Link Name

ফটোশপ বেসিকঃ Marquee Tool Introduction (বেসিক থেকে এডভান্স)

ফটোশপ বেসিকঃ Marquee Tool Introduction (বেসিক থেকে এডভান্স)

ফটোশপের বেসিক পর্বে আজকে থাকছে "Marquee Selection Tool". এই পর্বে আমি এই টোলের বেসিক থেকে শুরু করে এডভান্স পর্যন্ত ব্যাখ্যা করেছি । এই এক টিউটোরিয়াল দিয়ে আপনি ফটোশপের মার্কিউ টোলের সকল কাজ করতে পারবেন । এপ্লাই করতে পারবেন আপনার গ্রাফিক্স ফ্রিলেন্স ক্যারিয়ারে । খুবি চমৎকার ভাবে উপস্থাপনের চেষ্টা করেছি । আপনি যদি এই টোলের কাজ করেও থাকেন তবেও আমি অনুরুধ করবো ৩০ মিনিটের এই ভিডিও দেখার জন্য । অনেক বিস্তারিত আলোচনা করেছি । বাংলায় গুছিয়ে সাজিয়ে আপনার জন্য তৈরী করেছি । ভিডিওটি নিচে দিয়েদিলাম । অথবা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন ।

↺ | ফটোশপ টিউটোরিয়াল টুল পরিচিতি (বাংলা টিউটোরিয়াল) পর্ব-১ মুভ টুল (Basic Photoshop Tutorial-Move Tool)

এই টিউটোরিয়ালে আমি যা যা বর্ণনা করেছি,

  • Rectangular Marquee Tool এর কাজ
  • কিভাবে একটি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করবেন
  • সিলেকশন এরিয়াকে কিভাবে বর্ধিত করবেন
  • Selection থেকে কিভাবে কিছু এরিয়া Deselect করবেন
  • দুটি সিলেকশনকে কিভাবে কমন এরিয়া সিলেক্ট করবেন
  • কিভাবে একটি Selection Move  করবেন
  • Marquee Tool এ কিভাবে Feather কাজ করে 
  • Selection থেকে নতুন একটি লেয়ার বানানো
  • Deselect করার পদ্ধতি
  • নতুন Layer এ কিভাবে Marquee Tool দিয়ে কাজ করা হয়
  • Marquee Tool দিয়ে বাংলাদেশের পতাকা বানানো
  • আর অনেক কিছু

ফটোশপ টিউটোরিয়াল টুল পরিচিতি (বাংলা টিউটোরিয়াল) পর্ব-১ মুভ টুল (Basic Photoshop Tutorial-Move Tool)

ফটোশপ টিউটোরিয়াল টুল পরিচিতি (বাংলা টিউটোরিয়াল) পর্ব-১ মুভ টুল (Basic Photoshop Tutorial-Move Tool)
ফটোশপের আজকের চাপ্টার মুভ টুল (Move Tool) । বেসিক পর্বটি যদি আপনার ক্লেয়ার না থাকে তবে নিশ্চিত থাকুন ভবিষ্যতে যখন প্রোফেশনাল কাজ করতে যাবেন আপনি কোল পাবেন না । তাই আমাদের সাথেই নতুন নতুন আপডেট টিউটোরিয়ালে নতুন কিছু শিখুন ।  ভিডিওতে থাকছে
  • মুভ টুলের পরিচিতি , 
  • কি ভাবে মুভ টুলের মাধ্যমে কাজ করা যায়, 
  • ইমেজারি কাজে ব্যবহারের সহজ টেকনিক ও বিস্তৃত আলোচনা ।
↺ | ফটোশপ বেসিক ইন্টারফেস (Photoshop Basic Interface) পরিচিত
মুভ টুলের কিছু কাজ যা ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে,
  • ইমেইজ/ লেয়ার/ গ্রুপ মুভ করার কৌশল
  • লেয়ারকে এলাইন (Align Layers) করা ।
  • সহজে যে কোন লেয়ার সিলেক্ট করার পদ্ধতি ।
  • গ্রুপ করার সহজ সর্টকাট সহ আরো অনেক কিছু ।
ভিডিওটি দেখুন ...