অডিও লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অডিও লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কিভাবে একটি মনো ট্রাককে স্টেরিও ট্রাকে কনভার্ট করবেন [Convert Mono to Stereo Track]

কিভাবে একটি মনো ট্রাককে স্টেরিও ট্রাকে কনভার্ট করবেন [Convert Mono to Stereo Track]

আজকের বিষয় বস্তু , কিভাবে আপনার সিঙ্গেল চ্যানেল ট্রাককে মাল্টিপল চ্যানেলে কনভার্ট করবেন । অডিওতে দুই ধরণের চ্যানেল আছে । একটি অডিও যখন আপনি রেকর্ড করেন তখন অডিও একটি ওয়েভে বা বলা যায় একটি লেয়ারে আপনার কথাগুলো মাইক্রোফোন থেকে কম্পিউটারে ডিজিটাল ভাবে সংরক্ষণ করে । সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার রেকর্ডার মাইক্রোফোনের উপর ।

মনো ট্রাকঃ আপনি যদি একটি মাইক্রোফোন দিয়ে সাউন্ড রেকর্ড করেন তবে সেটা একটি চ্যানেলে রেকর্ডগুলো সেভ করবে । এই সিঙ্গেল চ্যানেলকে মনো ট্রাক বলে ।
স্টেরিও ট্রাকঃ এক জোড়া বা ততোধিক সিঙ্গেল ট্রাককে একসাথে স্টেরিও ট্রাক বলে ।

↺ | কিভাবে অডিও নয়েজ রিমুভ করবো [How to remove noise]

কিভাবে এই কাজটি করবেন নিচের ভিডিওতে দেখুন, এই টিউটোরিয়ালে আমি অডাসিটি নামক ফ্রী অডিও এডিটিং সফটওয়্যারটি । ভিডিওতে বিস্তারিত বলা আছে ।

কিভাবে অডিও নয়েজ রিমুভ করবো [How to remove noise]

কিভাবে অডিও নয়েজ রিমুভ করবো [How to remove noise]
আপনি যদি একজন ভালোমানের ভিডিও কনটেন্ট বা অডিও কনটেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে অবশ্যই আপনাকে অডিও রেকর্ডিং এর উপর ভালো জ্ঞান থাকতে হবে । আমরা অনেক সময় খেয়াল করি রেকর্ড করা অডিওতে আমার কথা ছাড়াও আরও কিছু এক্সট্রা শব্দ এসে যুক্ত হয় । যেমন, যদি আপনি ফ্যান চালিয়ে রেকর্ড করেন, কিংবা ল্যাপটপের চার্জার ইন করেই রেকর্ড করছেন । অনেক সময় চাইলেও আমরা নয়েজ মুক্ত রাখতে পারি না পরিবেশকে । যদি দেখেন আপনার অডিও ট্রাকে নয়েজ যুক্ত হয়েছে তাহলে, আজকের টিউনটি আপনার জন্য । আজকে আমি আপনাকে দেখাতে যাচ্ছি কিভাবে সহজে রেকর্ড অডিও থেকে নয়েজ রিমুভ করবেন !

আজকের টিউটোরিয়ালে আমি আপনাকে দুটি ফ্রি সফটওয়্যার দিয়ে নয়েজ রিমুভিং করবেন তা দেখাব। সফটওয়্যার দুটি হল,
কথা না বলেই সরাসরি ভিডিওটি দেখেনিন । তাহলে প্রোসেসটা পুরোটা ক্লেয়ার হয়ে যাবেন । ধন্যবাদ ।
↺ | শব্দ কি ভাবে তৈরী হয় !
সরাসরি ইউটিউব থেকে ভিডিওটি ওয়াচ করতে নিচের প্লে বাটনে ক্লিক করুন । আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ।



একো (Echo) : রেকর্ড করা গান বা অডিওকে সুন্দর করুন (ভিডিওসহ)

একো (Echo) : রেকর্ড করা গান বা অডিওকে সুন্দর করুন (ভিডিওসহ)
আমরা কমবেশি সবাই গান করি । গান মানুষের মনের খুড়াক । গান শুনেনা এমন মানুষ পাওয়া দুরূহ । আর সবারই কম বেশি গান করার একটা ইচ্ছা আছে । আবার কেউ কেউ মোবাইল ফোনেও রেকর্ড করেন । আজকে দেখেবো কিভাবে আপনার রেকর্ড করা গান বা ভয়েসকে Echo একো ব্যবহার করে সুন্দর করবেন । ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবেন ।

ভিডিওতে আমি দুটি সফটওয়্যারে একো (Echo) কিভাবে এপ্লাই করতে হয় তা দেখিয়েছি ।

  • ওয়েভপ্যাড (WavePad)
  • ওডাসিটি (Audacity)
ফ্রি জনপ্রিয় দুটি প্রোগ্রাম দিয়ে সহজ প্রক্রিয়ায় আমি উপস্থাপন করেছি । আপনি কোন সফটওয়ারে ভালো ফিডব্যাক পাবেন সে সফটয়্যার দিয়েই এডিট করবেন । 

↺ | শব্দ কি ভাবে তৈরী হয় !

শব্দ কি ভাবে তৈরী হয় !

শব্দ কি ভাবে তৈরী হয় !
একটি অডিওতে অনেকগুলো চ্যানেল লেয়ার (Channel Layer) থাকে । আজকের পর্বে দেখাবো শব্দের মূল রহস্য কি ? শব্দ একটি এনালগ ড্যাটা (Analog Data) । আমরা যা কথা বলি সেটাতো ইলেকট্রিক না । পৃথিবীর সমস্ত প্রাকৃতিক শব্দই এনালগ । আজকের টিউনে আপনি শব্দের গতি ও প্রক্রিয়া জানতে পারবেন ।
এখানে কয়েকটি প্রশ্ন আছে । ধাপে ধাপে আমরা জেনে নেবো ।

প্রশ্নঃ সাউন্ড কিভাবে তৈরী হয়?
কোন কিছুর কম্পনে (Vibrate) শব্দ উৎপন্ন হয় । যেমন, আপনি একটি লোহার দন্ড দিয়ে অন্য কোন লোহার দন্ডে আঘাত করেন তখন একটি শব্দ উৎপন্ন হয় । পদার্থ বিজ্ঞানের মতে, যখন কোন পদার্থে কম্পন সৃষ্টি হয় তখন পদার্থের মধ্যে থাকা কণাগুলোর মধ্যে আন্দোলন সৃষ্টি হয় । এই আন্দোলন একটি মাধ্যমের (যেমন, বায়ু মাধ্যম) এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় বলেই শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে । এটাকে বিজ্ঞানের ভাষায় অসিলেশন (Oscillation) বলে । কণাগুলোর আন্দোলনে একটি মাধ্যমে (যেমন, বায়ু) তারি কিছু তরঙ্গ সৃষ্টি করে । তরঙ্গ সৃষ্টির ফলেই আমরা আওয়াজটি শুনতে পায় । আমরা যে কথা বলি, সেটাও বাতাস মাধ্যমকে ব্যবহার করে, গলা (Throat) থেকে তরঙ্গ সৃষ্টি হয় । অসিলেশন হয় বলেই আমাদের গলা থেক আওয়াজ বের হলে আমরা তা একটি নির্দিষ্ট দূরত্ব থেকে শুনতে পায় ।
↺ Read More | বিজ্ঞানের ভাষায় শব্দ তরঙ্গের একটি ব্যাখ্যা (গাণিতিক)
আপনি হয়তো মনে করছেন সাউন্ড ঠিক নিচের ওয়েভ অনুসারে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে । কিন্তু তা কিছুটা ভুল ।
চিত্রঃ সাউন্ড ওয়েভ 
উপরে চিত্রের যে তরঙ্গ দেখতে পাচ্ছেন সেটাকে অনুপ্রস্থ (Transverse Wave) তরঙ্গ দৈর্ঘ্য বলে । এই ওয়েভটি একটি সাপের মত করে অগ্রসর হয় ।
কিন্তু শব্দ এরকম অগ্রসর হয় না ।  শব্দ তরঙ্গ সংকোচন ও প্রসারণের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিভ্রমণ করে । কিছুটা একটি কেঁচোর (Earthworm) এর মত ।
চিত্রঃ একটি অগ্রসরমান কেঁচো
সংকোচন ও প্রসারণের মাধ্যমে শব্দের পরিবহণকে অনুদৈর্ঘ্য (Longitudinal Wave) তরঙ্গ বলে । নিচের চিত্রে এই দুটি ওয়েভ দেখুন,
চিত্রঃ অনুপ্রস্থ ও অনুদৈর্ঘ্য তরঙ্গ
↺ Read More | ড্যাটাবেস সম্পর্কে প্রাথমিক ধারণা ও মৌলিক বিষয়বস্তু !
শব্দ কোন মাধ্যমে যখন চলে তখন কিছু শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গের কিছুটা পিছনে সামনে এমনি করে অগ্রসর হয় । এটা বুঝার জন্য নিচের চিত্রের লাল ডটগুলো খেয়াল করুন ।
ডটগুলো প্রথমে সামনে যায় আবার পেছনে ফিরে । এমন করেই শব্দ অগ্রসরিত হয় । যে স্থানে কালো দানাগুলোর ঘনত্ব বেশি হয় সেখানে শব্দের তিব্রতাও বেশি হবে ।

প্রশ্নঃ কখন শব্দ উচ্চ হয়?
শব্দ যখন স্থান পরিবর্তন করে তখন নিচের চিত্রের মত কম্পন গুলো অগ্রসর হয় । যখন উচ্চ শব্দ তৈরী হয় তখন  শব্দ একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন করতে কম সময় নেয় । পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন যত সময় নিবে তার তিব্রতা তত কম হবে । যত কম সময়ে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন করতে যত সময় নিবে ততটাই শব্দ তিব্র হবে ।
প্রশ্নঃ মানুষের সর্বোনিম্ন শ্রবণের সীমা (শ্রাব্যতার সীমা) কত? 
মানুষের সর্বোনিম্ন শ্রাব্যতার সীমা হল , ২০ হার্জ (20 Hertz) ।

প্রশ্নঃ মানুষের সর্বোচ্চ শ্রবণের সীমা (শ্রাব্যতার সীমা) কত? 
মানুষের সর্বোনিম্ন শ্রাব্যতার সীমা হল , ২০০০০ হার্জ (20000 Hertz) । এর উপরের শব্দগুলো মানুষ সঠিভাবে শুনতে পারে না ।

প্রশ্নঃ কত ডেসিবলের উপরের শব্দ মানুষের জন্য ক্ষতকর?
মানুষের নিরাপদ শব্দ সীমা হল , ৮৫ ডেসিবল (85 Decibel) । এর উপরের সকল শব্দই আমাদের জন্য ক্ষতিকর ।
↺ Read More | ইন্টারনেট কি (What is Internet) ?
নিচে শব্দ তৈরীর পরিমাপ দেখানো হল,
Noise
Average decibels (dB)
Leaves rustling, soft music, whisper
30
Average home noise
40
Normal conversation, background music
60
Office noise, inside car at 60 mph
70
Vacuum cleaner, average radio
75
Heavy traffic, window air conditioner, noisy restaurant, power lawn mower


80–89 
Subway, shouted conversation
90–95
Boom box, ATV, motorcycle
96–100
School dance
101–105
Chainsaw, leaf blower, snowmobile
106–115
Sports crowd, rock concert, loud symphony
120–129
Stock car races
130
Gun shot, siren at 100 feet
140

সূত্রঃ https://www.healthlinkbc.ca/health-topics/tf4173

অডাসিটি অডিও এডিটিং সফটওয়্যার ইন্সটলিং!

অডাসিটি অডিও এডিটিং সফটওয়্যার ইন্সটলিং!
আপনি যখন কোন অডিও রেকর্ড করেন তখন ঠিক দুটি কারণে আপনার অডিওটি শুনতে ভাল লাগে না ।

  • ১। রেকর্ডিং ডিভাইস ভালো না হওয়ার কারণে
  • ২। রেকর্ড এডিটিং এর সফটওয়্যারের ব্যবহার না জানার কারণে
আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেটা একটি চমৎকার ফ্রী অডিও এডিটর । যেটা দিয়ে আপনি প্রোফ্রেশনাল ভিডিও তৈরী করতে পারবেন । 
আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আপনাকে কমপ্লিট গাইড দেয়ার চেষ্টার করবো কিভাবে আপনার রেকর্ডিং কে চমৎকার করে তুলতে পারবেন ।
চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে নিন । আজকের পর্বে অডাসিটি ইনস্টল ও ডাউনলোডিং প্রসেস ব্যাখ্যা করছি ।
↺ Read More| ইন্টারনেট কি (What is Internet) ?
ধন্যবাদ । আগামি পর্ব দেখার নিমন্ত্রণ রইল ।