কিভাবে অডিও নয়েজ রিমুভ করবো [How to remove noise]

আপনি যদি একজন ভালোমানের ভিডিও কনটেন্ট বা অডিও কনটেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে অবশ্যই আপনাকে অডিও রেকর্ডিং এর উপর ভালো জ্ঞান থাকতে হবে । আমরা অনেক সময় খেয়াল করি রেকর্ড করা অডিওতে আমার কথা ছাড়াও আরও কিছু এক্সট্রা শব্দ এসে যুক্ত হয় । যেমন, যদি আপনি ফ্যান চালিয়ে রেকর্ড করেন, কিংবা ল্যাপটপের চার্জার ইন করেই রেকর্ড করছেন । অনেক সময় চাইলেও আমরা নয়েজ মুক্ত রাখতে পারি না পরিবেশকে । যদি দেখেন আপনার অডিও ট্রাকে নয়েজ যুক্ত হয়েছে তাহলে, আজকের টিউনটি আপনার জন্য । আজকে আমি আপনাকে দেখাতে যাচ্ছি কিভাবে সহজে রেকর্ড অডিও থেকে নয়েজ রিমুভ করবেন !

আজকের টিউটোরিয়ালে আমি আপনাকে দুটি ফ্রি সফটওয়্যার দিয়ে নয়েজ রিমুভিং করবেন তা দেখাব। সফটওয়্যার দুটি হল,
কথা না বলেই সরাসরি ভিডিওটি দেখেনিন । তাহলে প্রোসেসটা পুরোটা ক্লেয়ার হয়ে যাবেন । ধন্যবাদ ।
↺ | শব্দ কি ভাবে তৈরী হয় !
সরাসরি ইউটিউব থেকে ভিডিওটি ওয়াচ করতে নিচের প্লে বাটনে ক্লিক করুন । আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ।




শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট