মাল্টিমিডিয়া আর্টিস্ট এবং এনিমেশন সফটওয়্যার !


 পৃথিবীময় প্রযুক্তির ভীরে আমরা আমাদের স্থান দখল করতে হবে । না হলে, দেশতো পিছাবেই সাথে কর্মসংস্থানের অভাবে আমাদের দিশেহারা হতে হবে । সরকারি চাকরির দিক চেয়ে রইলে না হবে দেশ প্রেম না হবে নিজ-প্রেম । তাই, মুক্ত পেশা (Freelance) এর বিকল্প নেই ।
গড় পরিসংখ্যানে দেখা গেছে একজন দক্ষ মাল্টিমিডিয়া ইঞ্জিনিয়ার (এনিমেটর) প্রতি বছর ৪৮,০০০ থেকে ৭২,০০০ ডলার ($) পর্যন্ত ইনকাম করতে পারে ।
নিচে বার্ষিক পরিসংখ্যান গ্রাফ দেখানো হলঃ
PrivateSectorLocalGovern…StateGovern…FederalGovern…10th25th50th75th90th$28,000$56,000$84,000$112,000$140,000Percentile
10th32,29032,78035,0100
25th43,32042,22041,1800
50th58,62053,38048,8700
75th77,90069,64057,6700
90th99,57087,64066,5400
সুত্রঃ রিক্রুইটার (Recruiter)
আপনি চাইলেও এ বিষয়ে দক্ষতা অর্জন করে আর্থিক উপার্জন করতে পারবেন । তবে হ্যা, এ জন্য আপনাকে অবশ্যই প্রস্তুত হতে হবে । একজন দক্ষ প্রোগ্রামারের টার্গেট থাকে মাইক্রোসফ্ট‌ , গুগল কিংবা ফেইসবুকে । আর একজন এনিমেটরের টার্গেট থাকে ওয়াল্ট ডিজনি (Walt Disney), ড্রিমওয়ার্ক (DreamWorks), নিকেলডিওন (Nickelodeon) ইত্যাদি ।
চিত্রঃ জনপ্রিয় এনিমেশন কোম্পানি
একজন ভালো মানের এনিমেটর হতে হলে আপনাকে অনেক কিছুই শিখতে হবে । এখনকার জামানায় আপনি ঘরে বসেই এসব কিছু জানা সম্ভব । সামান্য কিছু ট্রিক্স্‌ জানা থাকলেই আপনি হয়ে উঠতে পারেন একজন মানসম্পন্ন মাল্টিমিডিয়া ইঞ্জিনিয়ার (Multimedia Engineer) । যেমন, গুগল মামাকে প্রশ্ন করার ধরণ, ইংরেজিতে অভিজ্ঞতা etc ।
নিচে বর্তমানের সবচাইতে জনপ্রিয় কয়েকটি দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক এনিমেশন তৈরীর সফটওয়্যার তোলে ধরলাম । আমি কথা দিচ্ছি এগুলো থেকে যেকোন একটি ভালো করে আয়ত্ব করতে পারলেই আপনি মোটামুটি একজন মান সম্পন্ন এনিমেটর হতে পারবেন ।


Software Name

Software Type

Engine Support

Platform

Level

Download
Autodesk Maya$1,470/year2D & 3DWindows(x64) & Mac OSProfessional
3D Studio Max$1,470/year2D & 3DWindows(x64) & Mac OSProfessional
Houdini$1,995/year2D & 3DWindows(x64) & Mac OSProfessional
Lightwave 3D$995/year2D & 3DWindows(x64) & Mac OSProfessional
BlenderFree2D & 3DWindows OS & Mac OSProfessional
Daz3D Studio$70/year2D & 3DWindows(x64) & Mac OSProfessional
Modo$1,799/year2D & 3DWindows(x64) & Mac OSProfessional
Cinema 4D$3,510/year2D & 3DWindows(x64) & Mac OSAdvance
Fusion 9 Studio$299/year2D & 3DWindows(x64) & Mac OSProfessional
SketchUp$695/year2D & 3DWindows(x64) & Mac OSProfessional
ZBrush$423/year2D & 3DWindows(x64) & Mac OSIntermediate
Poser$209.99/year2D & 3DWindows(x64) & Mac OSAdvance
Rhino 3D$1,695/year2D & 3DWindows(x64) & Mac OSProfessional
After Effect$239.88/year2D & 3DWindows(x64) & Mac OSProfessional
বিশাল মূল্যের পণ্য এগুলো । তাই আমি মনে করি ব্লেন্ডার দিয়ে কাজ করাটাই সবচাইতে ভালো । তবে এর মধ্যে সবচাইতে জনপ্রিয় ও হলিউডে বেশি ব্যবহৃত সফ্ট‌ওয়্যার অটোডেক্সের মায়া ও ম্যাক্স ।
চিত্রঃ অটোডেক্স মায়া
তাহলে, আজই শুরু করুন । ইউটিউবে বিষয় ভিত্তিক বিভিন্ন কীওয়ার্ড দিয়ে সার্চ করুন । আগে নিজের প্রশ্নগুলোকে একত্র করুন । তারপরে দেখুন কোনটা আগে আপনার মাথায় আঘাত করছে । এরপর শুরু করুন সার্চ ইঞ্জিনের কাজ । আমি নিশ্চিত যে, আপনি যদি ভালো করে সার্চ ইঞ্জিনকে বুঝাতে পারেন তাহলে সার্চ ইঞ্জিনও আপনাকে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌছে দিবে ।
ধন্যবাদ সবাইকে ।




শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট