মাইক্রোসফ্ট‌ উন্ডোজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মাইক্রোসফ্ট‌ উন্ডোজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

Active Windows 10 উন্ডোজ ১০ কিভাবে এক্টিভ করবো!

Active Windows 10 উন্ডোজ ১০ কিভাবে এক্টিভ করবো!
বর্তমানে সবচাইতে বেশি ব্যবহার হচ্ছে উইন্ডোজ এর দশম এডিশনটি । এখনো পর্যন্ত Windows 10 এক বিলিয়নের বেশি ডিভাইসে অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করছে । অনেক নতুন নতুন উন্নত ফিচার এই অপারেটিং সিস্টেমে আনা হয়েছে । যেমন, কর্টানা, মাইক্রোসফট এজ ইত্যাদি ইত্যাদি । আজকে আলোচনা করবো কিভাবে উইন্ডোজ ১০ এক্টিভ করবেন তা নিয়ে ।

>> How to Active Windows 10 latest version!
সবচাইতে সহজ পদ্ধতি হল KMSpico সফটওয়্যারের মাধ্যমে । ডাউনলোড লিংক থেকে ছোট্ট Software টি ডাউনলোড করে নিন । তার পরে নিচের ভিডিও ফলো করুন ।
Download LINK : KMSpico.zip
ডাউনলোড করার পরে যখন Winrar বা Winzip দিয়ে ওপেন করবেন তখন একটি পাসওয়ার্ড চাইবে । তখন দিবেন,
Zip Password :12345

এটি Unzip করার আগে আপনার কম্পিউটারের এন্টিভাইরাস ডিজেবল করে রাখুন । 
↺ | কিভাবে Office 2019 (Office 365) Activate করবো (CMD Command ও KM Spico এর মাধ্যমে) !
এখন নিচের ভিডিওটি দেখে দেখে নিজে চেষ্টা করুন । আশা করি আপনার Windows 10 এক্টিভেশন আর চাইবে না। ধন্যবাদ ।


বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোজ ৭ !

বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোজ ৭ !
মাইক্রোসফ্ট কোম্পানির এখন পর্যন্ত যত সব অপারেটিং সিস্টেম চালু করেছে সেগুলোর মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে উইন্ডোজ ৭ ভার্সনটি । যা আগের ভার্সনগুলোর চাইতে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং দ্রুততরও বটে । ২০০৯ সালের ২২শে জুলাই মাইক্রোসফ্ট‌ উইন্ডোজ ওপারেটিং সিস্টেমের ৭ ভার্সনটি উন্মুক্ত করে । উইন্ডোজ এক্স.পি এর পরেই উইন্ডোজের এই ভার্সনটি মানুষ অনেক আগ্রহের সহিত গ্রহণ করে । ২০১৫ সালের ২৯শে জুলাই এসে উইন্ডোজ ১০ রিলিজ দেয় যা বর্তমান সময় পর্যন্ত উইন্ডোজের সর্বশেষ আপডেট । আর এটি বর্তমানে উইন্ডোজ ৭ এর জনপ্রিয়তাকে অতিক্রম করতে সক্ষম হয়েছে । তবে এই ভার্সনটি রিলিজ হওয়ার পরেও এখন পর্যন্ত উইন্ডোজ ৭ এর জনপ্রিয়তা আহামরি কমেনি । নেট এপ্লিকেশনের তথ্য মতে, ২০১৮ সালের ডিসেম্বরে "উইন্ডোজ ১০" শেয়ার মার্কেটে পৃথিবীর ৩৯.২২ শতাংশ ডেক্সটপ কম্পিউটার ব্যবহারকারী অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে । আর এর বিপরীতে উইন্ডোজ ৭,  ২০১৮ সালের ডিসেম্বর মাসে শেয়ার মার্কেটে ব্যবহারকারী ছিলো  ৩৬.৯ শতাংশ।


উইন্ডোজ ৭ এত সহজ ব্যবহার ছিলো যে, উইন্ডোজ ৭ এবং ১০ এর ভিতরে উইন্ডোজ ৮ নামে আরেকটি অপারেটিং সিস্টেম মাইক্রোসফ্ট‌ প্রকাশ করলেও সেটা উইন্ডোজ ৭ এর জনপ্রিয়তায় বিন্দু মাত্র আচ লাগাতে পারেনি । তাছাড়াও , উইন্ডোজ ৮ এর ৮.১ নামে একটি বেটা ভার্সন বের হলে সেটাও জনপ্রিয়তা পায়নি । তবে উইন্ডোজ ৮ থেকে সেটি কিছুটা হলেও লোকপ্রশংসা কুড়াই ।

প্রায় দশ বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা উইন্ডোজ ৭ এর ২০১৮ সালের ব্যবহারকারীর স্ট্যাটেস্টিক্স হিসাব ।
চিত্রঃ ২০১৮ সালের উইন্ডজের শেয়ার মার্কেট 
এখন পৃথিবীতে প্রায় ৭০০ মিলিয়ন ব্যবহারকারীর ওপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ ১০ । উইন্ডোজ ১০ এর ব্যবহারকারী বৃদ্ধি করতে মাইক্রোসফ্ট‌ উইন্ডোজ ৭ কে একটি "ডেড ওপারেটিং সিস্টেম (Dead Operationg System)" বানাতে যাচ্ছে ।
২০২০ সালের ১৪ই জানুয়ারি উইন্ডোজ ৭ এর সকল সেবা বন্ধ করতে যাচ্ছে । এতে করে যারা উইন্ডোজ ৭ ব্যবহার করছে তারা যেসব সুবিধা থেকে বঞ্চিত হবে ,

  • উইন্ডোজ ব্যবহারের নিরাপত্তা (Security) পাবে না ।
  • উইন্ডজের নতুন আপডেট পাবে না। 
  • আপডেট অনেক সফ্ট‌োওয়্যার ইনস্টল করতে পারবে না ।
  • কম্পিউটার অনেক ধীর গতি হয়ে যাবে । 
এছাড়াও , ম্যালওয়ার দ্বারা সহজেই আক্রান্ত হতে পারে । তাই , উইন্ডোজ ৭ ওপারেটিং সিস্টেমটি এখনো যারা ব্যবহার করছেন তারা উইন্ডোজ ১০ এ মাইগ্রড করে নিন । নাহলে পরে অনেক বিপদের সম্মুখীন হতে হবে ।
তবে মাইক্রোসফ্ট‌ ফ্রিকুয়েন্টলি আস্ক কুয়েশন (FAQ) এ উল্লেখ্য করেছেন যে, যদি কেউ উইন্ডোজ ৭ নিরাপত্তার সহিত ব্যবহার করতে চাই তাহলে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত উইন্ডোজের নিরাপত্তা আপডেট মাইক্রোসফ্ট‌ থেকে কিনতে পারবে । তবে শুধু মাত্র উইন্ডোজ ৭ এর প্রোফেশনাল (Professional) এবং এন্টারপ্রাইজ (Enterprise) এই দুইটি ভার্সনে । 
এতো ঝামেলা কে করে ! তাই এখনি আপনার উইন্ডোজ ৭ ব্যবহার করে থাকলে সেটি আপডেট করুন । 





ডেক্সটপের মাই কম্পিউটার আইকন কি মিস হয়েছে !!

ডেক্সটপের মাই কম্পিউটার আইকন কি মিস হয়েছে !!


উন্ডোজের অনেক সাধারণ সাধারণ ফিচার আছে যেগুলো আমাদের অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করে । আজকে এরি মধ্যে একটি বিষয়ের সমাধান তোলে ধরবো ।
উন্ডোজ যখন আমরা নতুন ভাবে সেটআপ করি তখন উন্ডোজের আইকন নিয়ে একটি বিভ্রান্তির সৃষ্টি হয় , প্রাথমিক (Defult) ভাবে রিসাইক্যাল বিন (Recycle Bin) আইকনটাই দেখা যায় । অনেক সময় মাই কম্পিউটার (My Computer) আইকনটি না দেখতে পেয়ে আমরা হতাশ হয়ে পরি । আমার হার্ড ডিক্সেই ঢুকতে না পারলে কি আর লেখার আছে ! নতুন কম্পিউটার চালকদের জন্য এই সমস্যা অনেক যন্ত্রণাদায়ক । এই আইকনটি আনার সহজ কয়েকটি উপায় আচ্ছে । নিচে কয়েকটি পদ্ধতি উল্লেখ করলাম ।



উপায়-১ঃ

সবচাইতে সহজ উপায় একটি ছোট্ট সফ্ট‌ওয়্যার । এই সফ্ট‌ওয়্যারটিতে ডবল ক্লিক করে প্রয়োজনীয় গুলো শুধু মার্ক করে দিলেই হয়ে যাবে । প্রক্রিয়াটি নিচে চিত্রের মাধ্যমে লক্ষ্য করুন ।
প্রথমে নিচের লিংক থেকে জীপ (.zip) ফাইলটি ডাউনলোড করে নিন ।


১. .zip ফাইলটির উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করুন । এবং এক্সট্রেট (Extract) করুন ।


২. এরপর ফোল্ডারটির মধ্যে দুটি ফাইল দেখতে পাবেন । একটি "Desktop Icon Settings" নামে লেখা থাকবে এবং অন্যটি "আমাকে পড়ুন.txt" এর নামে । যদি আপনি ব্লগের এই লেখাটি না পরে ফাইলটি ডাউনলোড করে থাকেন তবে "আমাকে পড়ুন" টেক্সট ফাইলটি অবশ্যই পড়বেন । এখন, "Desktop Icon Settings" ফাইলটিতে ডবল ক্লিক করুন । 




৩. এখান থেকে শুধুমাত্র মার্ক   চিহ্নতে ক্লিক করে বাটন চাপলেই আপনি কাংখিত ডেক্সটপ আইকনটি পেতে পারেন।


উপরের পদ্ধতিটি ছিলো সফ্‌টওয়্যারের মাধ্যমে সমাধান । এখন চলুন সাধারণভাবে (Manually) এর সমাধানের উপায় ।

উপায়-২ঃ

প্রথমে আপনার ডেক্সটপের যেকোন জায়গায় মাউসের ডান বাটন (Right Button) এ ক্লিক করুন । সেখান থেকে সবার নিচে থাকা অপশন "Personalize" এ ক্লিক করুন ।


তারপর যে উন্ডোটি আসবে সেখান থেকে বামপাশে থাকা "Themes" অপশনটি নির্বাচন (Select) করুন । তার ঠিক ডান দিকে কয়েকটি ছোট অপশন থাকবে । যেটার একটি "Desktop Icon Settings" । সেখানে ক্লিক করলেও প্রথমটির মত একটি মার্ক- আনমার্ক করার ডায়ালক উন্ডো বক্স আসবে । তার পরেতো কি করতে হবে তা উপায়-১ এ বলে দেয়ায় হল । 



উপায়-৩ঃ

আরো সহজ ভাবে, শুধু মাত্র উন্ডো বাটনে এবং সাথে বাটন একসাথে চাপলেও মাই কম্পিউটারে প্রবেশ করা যায় ।

সহজ তিনটি পদ্ধতিতে ডেক্সটপের আইকন আনা (Bring) এবং উঠানোর পদ্ধতি ব্যাখ্যা করলাম । আশা করি আপনাদের ভালো লেগেছে । যদি ভালো লেগেই থাকে অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের উৎসাহিত করার অনুরুধ রইল ।

Note: লেখাটি বেসিক কম্পিউটার শিক্ষার্থীদের এবং যারা জানেনা ঠিক সে সব পাঠকদের উদ্দ্যেশে লেখা ।